
নিজস্ব প্রতিনিধি।।খাগড়াছড়ি।।
“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”—এ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল ও রপ্তানিযোগ্য আম মেলা-২০২৫। বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাগড়াছড়ি কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসনের সহযোগিতায় এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, পার্বত্য জেলা পরিষদের সদস্য কংজপ্রু মারমা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ বাছিরুল আলমসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা দেশীয় ফলের পুষ্টিগুণ, পরিবেশবান্ধব চাষাবাদ এবং রপ্তানি সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, “দেশি ফল শুধু পুষ্টির চাহিদা পূরণ করে না, বরং বৈচিত্র্যময় ফলজ বাগান পরিবেশ রক্ষা ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
আলোচনা সভা শেষে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে দেশি-বিদেশি বিভিন্ন জাতের ফলের চারা উপহার হিসেবে বিতরণ করেন অতিথিরা। এতে তরুণ প্রজন্মের মাঝে ফল চাষে আগ্রহ তৈরি হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
মেলা চলবে আগামী ২১ জুন ২০২৫ পর্যন্ত। মেলায় দেশীয় ও রপ্তানিযোগ্য আম ছাড়াও বিভিন্ন ফলের প্রদর্শনী, চারা বিতরণ, কৃষি প্রযুক্তি বিষয়ক স্টল ও কৃষকদের জন্য পরামর্শ সেবা প্রদান করা হচ্ছে।