
বিশেষ প্রতিনিধি, বান্দরবান:
“মেয়েদের অধিকারে বিনিয়োগ করুন: আমাদের নেতৃত্ব, আমাদের কল্যাণ”—এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপন করেছে বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস)।
বৃহস্পতিবার(২৩অক্টোবর) কুহালং ইউনিয়নে সেভ দ্য চিলড্রেন-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা।
দিবসের শুরুতে ক্যামলং পাড়া থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা ক্যামলং পাড়া হয়ে কুহালং ইউনিয়ন পরিষদে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশ নেন নতুন চড়ুই পাড়া, থোয়াংগ্য পাড়া, ক্যামলং পাড়া ও ক্যামলং উবাশৈ পাড়াসহ বিভিন্ন এলাকার শতাধিক কন্যাশিশু, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মার্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান বাচিংথোয়াই মার্মা, ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ আবুল কালাম, ৫নং ওয়ার্ড মেম্বার অংসাহ্লা, মহিলা মেম্বার উনাইসিং এবং মহিলা মেম্বার কানিজ ফাতেমা।
এছাড়া বলিপাড়া নারী কল্যাণ সমিতি (BNKS)-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকল্প ফোকাল ভাননুনসিয়াম বম, প্রশিক্ষক পারমিতা চাকমা, সুপারভাইজার উমে মার্মা এবং একাউন্ট অফিসার মং ক্য হ্লা মার্মা।
আলোচনা সভায় বক্তারা বলেন, “সমাজে কন্যাশিশুর অধিকার ও মর্যাদা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।”বক্তারা কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, নেতৃত্ব ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।সভায় আলোচিত মূল বিষয়গুলো ছিল—কন্যাশিশুর অধিকার ও সুরক্ষা,নেতৃত্বে কন্যাশিশুর ভূমিকা শিক্ষা ও প্রযুক্তিতে প্রবেশাধিকার, স্বাস্থ্য ও মানসিক সুস্থতা,জেন্ডার সমতা ও সামাজিক অবস্থান সহিংসতা প্রতিরোধ ও আইনি সুরক্ষা,ভবিষ্যৎ পরিকল্পনা ও কমিউনিটি অ্যাকশন।
অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ কন্যাশিশুদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। পরে কন্যাশিশুদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।





