এথলেটিক্স কাইফুজ আনাম’র পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনীর লংগদু জোন

0
110

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি :

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের মুসলিম পাড়া এলাকার মেধাবী এথলেটিক্স কাইফুজ আনাম এর পাশে দাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর তিন বীর লংগদু জোন।

১০ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ ঘটিকায় লংগদু জোন সদরে রানিং সু(কেটস)  কিনার জন্য নগদ আট হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন লংগদু জোনের জোন  কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ,এসপিপি,পিএসসি,

এসময় দুড়ছড়ি সাব জোন কমান্ডার মেজর রিফাত উদ্দিন আহমেদ লিওন উপস্থিত ছিলেন। এবারের জাতীয় এথলেটিক্স প্রতিযোগীতায় অংশ নেওয়া বাঘাইছড়ির কৃতি সন্তান মো:কাইফুজ আনাম, রাঙ্গামাটি জেলার একমাত্র এটলেথ হয়ে ঢাকায় অনুষ্ঠিত সামার এটলেটিক্স প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে ইতোমধ্যে ৫ হাজার মিটার দৌড়ে সাফল্যের সহিত সকল ধাপ অতিক্রম করে নির্বাচিত হয়েছে।

কাইফুজ আনাম দুরছড়ি মুসলিম পাড়া গ্রামের ফরিদুল আলমে তিন ছেলের মধ্যে দ্বিতীয়। সহায়তা শেষে জোন   কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ, এসপিপি,পিএসসি, বলেন সেনাবাহিনীর জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে কাইফুজ আনামকে সহযোগিতা করা হয়েছে। সেনাবাহিনী এমন মেধাবী খেলোয়াড়দের পাশে সবসময় থাকবে। সে যদি আগামীতে  সেনাবাহিনীতে ভর্তি হতে ইচ্ছুক হয় তাহলে তার জন্য সেনাবাহিনীর দরজা সবসময় খোলা রয়েছে। লংগদু জোনের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান। কাইফুজ আনাম এর বিষয়টি নজরে আনায় জোন কমান্ডার বাঘাইছড়ি উপজেলা কাঠ ব্যাবসায়ী সীমিতির সভাপতি ওমর আলীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here