
অংগ্য মারমা।।মানিকছড়ি।।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা সাথে মানিকছড়ি বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য কুমার সুইচিংপ্রু সাইন এর সৌজন্যে সাক্ষাত করেছেন।
পরে মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা’কে ফুলের দিয়ে শুভেচ্ছা জানানো হয় ।
মঙ্গলবার (২২জুলাই) এই সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয় রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কার্যালয়ে।
এসময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য, কুমার সুইচিংপ্রু সাইন, মানিকছড়ি উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মংসাপ্রু চৌধুরী প্রমূখ।
সাক্ষাত সময়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান মানিকছড়ি উপজেলা রাজ পরিবারে বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ১৯৭১ সালের রাজ প্রসাদ ছেড়ে নিজের জীবন’কে বিসর্জন দিয়ে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ ও পাশাপাশি মুক্তিযুদ্ধে শরণার্থীদের জন্য খাদ্য, অর্থ, চিকিৎসার সহায়তা দেয়ার জন্য প্রশংসার করেন।