
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ।।আলীকদম।।
বান্দরবানের আলীকদম উপজেলায় আজ সকাল থেকে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১৫ মার্চ) আলীকদম উপজেলার ৯৮ টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।
আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ কার্যক্রমে মোট ৯,৫৬৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, ১ বছর থেকে ৫ বছর বয়সী ৮,২০৮ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১,৩৬১ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
এই কার্যক্রমের জন্য উপজেলায় মোট ৯৮টি কেন্দ্র চালু করা হয়েছে। এর মধ্যে ১টি স্থায়ী কেন্দ্র, ৯৬টি অস্থায়ী কেন্দ্র এবং অতিরিক্ত ১টি কেন্দ্র রয়েছে,যা আলীকদম বাস টার্মিনালে অবস্থিত।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ভিটামিন ‘এ’ শিশুদের দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কর্মসূচির মাধ্যমে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় জনগণকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য,সরকারের নির্দেশনা অনুযায়ী সারাদেশে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে, যার অংশ হিসেবে আলীকদম উপজেলায়ও শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।





