আলীকদমে বিএনপি নেতার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা 

0
26

উপজেলা প্রতিনিধি।।আলীকদম।।

বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজার সাথে আলীকদম উপজেলার স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২রা নভেম্বর) সকাল ১০টায় আলীকদম রূপমুহুরী রিসোর্টে এই সভাটি অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় আলীকদম উপজেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় উঠে আসে বিদ্যুৎ সমস্যা, শিক্ষার প্রসার, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং এলাকার সার্বিক উন্নয়ন ইত্যাদি বিষয়।

সভায় উপস্থিত ছিলেন আলীকদম প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দীন আহমদ, আলীকদম রিপোর্টার্স ক্লাবের সভাপতি শুভ রঞ্জন বড়ুয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়া উদ্দীন জুয়েল, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং বিএনপি নেতা কর্মীরা।

জাবেদ রেজা বলেন, “এলাকার উন্নয়নের জন্য সকলের সাথে একত্রিত হয়ে কাজ করতে হবে। সমস্যা সমাধানের জন্য স্থানীয় সরকারের পাশাপাশি আমাদেরও দায়িত্ব রয়েছে।” তিনি সাংবাদিকদের মাধ্যমে এলাকার সমস্যা সরকারের কাছে তুলে ধরার আহ্বান জানান।

মতবিনিময় সভাটি স্থানীয় সাংবাদিকদের সাথে বিএনপি নেতাদের সম্পর্ককে আরও গভীর করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here