সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম।।
বান্দরবানের আলীকদম উপজেলায় ট্রাকের চাপায় নিহত তিন মোটরসাইকেল আরোহীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ড তারাবুনিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে,নিহতদের স্বজনরা মরদেহ গ্রহণ করেন।
নিহত ব্যক্তিরা হলেন, মো. বেলাল (৩০), আলীকদম সদর ইউনিয়নের নাছির চেয়ারম্যান পাড়ার ২ নম্বর ওয়ার্ড মাশুকক আহম্মদের ছেলে,মিনহাজ (১৮), ২ নম্বর ওয়ার্ড বাজার পাড়ার মো. মিন্টু মিয়ার ছেলে, মো. ছৈয়দ আকবর (৪৫), নয়া পাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ইসাক কারবারী পাড়া এলাকার কালু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ছৈয়দ নুর বলেন, আলীকদম থেকে দুটি ট্রাক বেপরোয়া গতিতে চকরিয়া-লামা উপজেলার দিকে যাচ্ছিল। তারাবুনিয়া এলাকায় পৌঁছালে কক্সবাজার-ল ১১২৩৮৮ নম্বর মোটর সাইকেল কে ট্রাকটি চট্টগ্রাম – ল-৭২ গাড়ি টি চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হন।
আলীকদম ইউনিয়নের চেয়ারম্যান মো.নাছির উদ্দিন বলেন, নিহত তিনজনের মধ্যে দুই জন তার এলাকার এবং একজন পার্শ্ববর্তী নয়া পাড়া ইউনিয়নের বাসিন্দা। মৃতদের স্বজনরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ গ্রহণের জন্য বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন।
আলীকদম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন জানান, নিহতদের প্রতিটি পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।