‎আন্তর্জাতিক আদিবাসী দিবসে বান্দরবানে আসছেন সাংবাদিক এহসান মাহমুদ

0
126

নিজস্ব প্রতিবেদক।।বান্দরবান।। 

‎৯ আগস্ট ২০২৫ আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বান্দরবানে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় দৈনিক আমাদের সময় পত্রিকার নির্বাহী সম্পাদক ও বিশিষ্ট লেখক, গবেষক সাংবাদিক এহসান মাহমুদ।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট লেখক ও আদিবাসী চলচ্চিত্র নির্মাতা মং উষাথোয়াই। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য শ্রী কে এস মং এবং অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম।

‎আদিবাসী দিবসের এবারের আয়োজনকে ঘিরে পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ভাষা, সংস্কৃতি, অধিকার এবং ঐতিহ্য তুলে ধরতে নানা সাংস্কৃতিক ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

‎আয়োজকরা জানিয়েছেন, এ দিবসটি শুধু উদযাপন নয়, বরং আদিবাসী জনগণের আত্মপরিচয় ও ন্যায্য অধিকার আদায়ের একটি গুরুত্বপূর্ণ দিবস হিসেবেই বিবেচিত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here