সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬
Homeউন্নয়নসহকারী শিক্ষকদের আন্দোলন চললেও রুমায় চলছে ৩য় প্রান্তিক মূল্যায়ন

সহকারী শিক্ষকদের আন্দোলন চললেও রুমায় চলছে ৩য় প্রান্তিক মূল্যায়ন

ডেক্স রিপোর্ট:

পার্বত্য বান্দরবানের দূর্গম রুমা উপজেলায় সহকারী শিক্ষকদের চলমান আন্দোলনের মধ্যেও থেমে নেই শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম। উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলছে ৩য় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা।

প্রাথমিক সহকারী শিক্ষকরা জানান, সহকারী শিক্ষকদের তিন দফা দাবি নিয়ে আন্দোলন চলমান থাকলেও পাহাড়ে পেছিয়ে পড়া কোমলমতি শিক্ষার্থীদের কোন বেঘাত বা ক্ষতি না হয় সেদিক দিয়ে চিন্তা করে আমরা পরীক্ষা চলমান রেখেছি। আমরা দেশের জন্য ও শিক্ষার মান উন্নয়নের জন্য সর্বদায় প্রচেষ্টায় থাকব।

রুমা শিক্ষা বিভাগের কর্মকর্তা আশীষ চিরান বলেন, সহকারী শিক্ষকদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পৌঁছে দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই স্থানীয় প্রশাসন ও অভিভাবকদের সহযোগিতায় পরীক্ষাগুলো নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

তিন দফা দাবি নিয়ে সহকারী শিক্ষকদের হতাশা বিরাজ করলেও মূল্যায়ন পরীক্ষাতে কর্মরত শিক্ষকরা প্রশ্নপত্র বিতরণ, পরীক্ষা গ্রহণ ও খাতা মূল্যায়ন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করছে।

বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা জানিয়েছেন, আন্দোলনের প্রভাব তাদের পড়াশোনায় কিছুটা পড়লেও পরীক্ষাগুলো নেয়া হওয়ায় তারা স্বস্তি বোধ করছে। অভিভাবকরাও মনে করছেন, পরীক্ষার ধারাবাহিকতা বজায় থাকায় শিক্ষার মান ধরে রাখা সম্ভব হবে।

শিক্ষা বিভাগের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, আলোচনার মাধ্যমে চলমান সমস্যা দ্রুত সমাধান হবে এবং শিক্ষক–শিক্ষার্থীদের মধ্যে স্বাভাবিক শিক্ষাব্যবস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে। রুমায় এই মুহূর্তে সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও ৩য় প্রান্তিক মূল্যায়ন চলমান থাকা শিক্ষার প্রতি অঙ্গীকারের একটি ইতিবাচক উদাহরণ হয়ে উঠছে।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: