
সাইফুল ইসলাম, রামগড়:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় খাগড়াছড়ির রামগড়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বাদ আসর উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন।
দোয়া মাহফিল শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে। পরে বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের সুস্থতা ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন রামগড় কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ শেফায়েত উল্ল্যাহ ভুঁইয়া, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
