রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬
Homeউন্নয়নখাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ই-লার্নিং সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ই-লার্নিং সামগ্রী বিতরণ

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ই-লার্নিং কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন বিদ্যালয়ে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সকালে পার্বত্য জেলা পরিষদ হল রুমে চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা প্রধান শিক্ষকগণের নিকট সামগ্রী তুলে দেন।

পাইলট প্রকল্প হিসেবে ০৩টি মাধ্যমিক ও ০১টি প্রাথমিক বিদ্যালয়ে মোট ১৬টি ল্যাপটপ, ৪টি প্রজেক্টর, ৪টি নেটওয়ার্ক রাউটার, ৪টি স্টিল ফাইল কেবিনেট, ১৬ জোড়া হাই ও লো বেঞ্চসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।

পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেনের সভাপতিত্বে ও নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য অনিময় চাকমা, বঙ্গমিত্র চাকমা, মাহবুব আলম, প্রশান্ত ত্রিপুরা এবং জেলা পরিষদ নির্বাহী প্রকৌশলী প্রতি পদ দেওয়ান।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, “পর্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার চিন্তায় আজ পাহাড়ের লেখা-পড়াও ডিজিটাল হচ্ছে। এটি একটি পাইলট প্রকল্প। শিক্ষার্থীদের সুবিধার্থে যেখানে বিদ্যুৎ নেই সেখানে সোলার প্যানেলের ব্যবস্থা রাখা হয়েছে।”

উল্লেখ্য, পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমার দিকনির্দেশনায় সম্প্রতি মন্ত্রণালয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: