
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম:
বান্দরবানের আলীকদমে কারিতাস বাংলাদেশ এর প্রমোশন অফ এগ্রো-ইকোলজি প্র্যাকটিসেস ইন দি সিএইচটি(পিএইপি-৩) এ প্রকল্পের আওতায় সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকায় গৃহপালিত পশুররােগ প্রতিরােধের (টিকা) ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) সকালে আলীকদম সদর ইউনিয়নের ইউনুস মেম্বার পাড়া এলাকায় ভ্যাকসিন ক্যাম্পেইন কার্যক্রমে শুভ উদ্বোধন করেন । এসময় সুবেদ আলী পাড়া,চন্দ্রমোহন পাড়াও ইউনুস মেম্বার (০৩) পাড়ায় গরু ২১৭টি গলাফুলা, ছাগল ২১১টি পিপিআর, মুরগি ৩৪৬টি রাণীক্ষেত টিকা প্রদান করেন প্রমোশন অফ এগ্রো-ইকোলজি প্র্যাকটিসেস ইন দি সিএইচটি(পিএইপি-৩) প্রকল্পের আওতায় এ সেবা প্রদান করা হয়।
কারিতাসের পিএইপি প্রকল্পের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা জানান,হাঁস মুরগিদের ডাকপ্লেগ,রানিক্ষেত,গরু- ছাগলের পিপিআর,নানা রােগের ভূগতে হয় এবং চিকিৎসা অভাবে মারা যায়। প্রমোশন অফ এগ্রো-ইকোলজি প্র্যাকটিসেস ইন দি সিএইচটি (পিএইপি-৩) এ প্রকল্পের আওতায় ২৭টি পাড়ায় গরু ৩,২০০টি,ছাগল ৫,৫০০টি,মুরগি ৮,৩০০টি ও হাঁস ৭৫০টি কে টিকা দেওয়া হবে। এলাকার প্রান্তিক ও গ্রামীণ অবহেলিত জনগােষ্ঠি স্বাবলম্বি করে তোলার লক্ষে গৃহপালিত হাঁস মুরগি, ছাগল পালন করার ইতিমধ্যে বিতরণ করেছি। বিতরণকৃত গৃহপালিত প্রাণীদের বাঁচিয়ে রাখা দায়িত্ব কর্তব্য ভেবে প্রকল্পের আওতায় উপকার ভােগী ও অউপকারভাগী পরিবারের মাঝেও পালিত গবাদিপশুকে রোগ প্রতিরােধে টিকা ভ্যাকসিন ক্যাম্পেইন করেছি।নতুন উদ্যোক্তাদের ছোট ছাট খামার করে পরিবারে স্বাবলম্বী হওয়ার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও রোগ প্রতিরোধ করতে টিকা দেওয়া অত্যন্ত প্রয়োজন ।
প্রানী সম্পদ কার্যালয়ের উপ- সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা থোয়াইনু অং মার্মা বলেন,হাঁস ডাকপ্লেগ, মুরগিদের রানিক্ষেত গরু গলাফুলা, ছাগলের পিপিআর, রোগের টিকা দেওয়া হচ্ছে। টিকা দেয়ার আগে প্রাণীটি সুস্থ কিনা তা নিশ্চিত করার জরুরী,কারণ টিকার সময় ও ধরন এলাকাভেদে ভিন্ন হতে পারে। প্রাণীদের টিকা দিলে রােগের ঝুঁকি কমে, প্রাণীর স্বাস্থ্য ভালাে থাকে, এবং উৎপাদনশীলতা বাড়ে।তাই নিয়মিত টিকা দেয়া অত্যন্ত জরুরি।
ভ্যাকসিন ক্যাম্পেইনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কারিতাসের মাঠ সহায়ক মোঃ সামশুল হক,মাঠ সহায়ক সুকান্ত কুমার তঞ্চঙ্গ্যাঁ,মাঠ সহায়ক মোঃ রবিউল ইসলাম সোহেল,প্রাণী সম্পদ কার্যালয়ে উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা থোয়াইনু অং মার্মাসহ কারিতাসের উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
