রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬
Homeবান্দরবানআলিকদমআলীকদমে  বনবিভাগের অভিযানে বিপন্ন প্রজাতির ভাল্লুক ছানা উদ্ধার

আলীকদমে  বনবিভাগের অভিযানে বিপন্ন প্রজাতির ভাল্লুক ছানা উদ্ধার

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম

‎বান্দরবানের আলীকদমে বনবিভাগের অভিযানে বিপন্ন প্রজাতির একটি কালো ভাল্লুকের ছানা উদ্ধার করেছে লামা বন বিভাগ। বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও)-এর নির্দেশে তৈন রেঞ্জের আওতাধীন আলীকদম বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ছানাটি উদ্ধার করা হয়।

‎মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে সহকারী বন সংরক্ষক মাসুম আলমের নেতৃত্বে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট আলীকদম বাজারের পাশের একটি পরিত্যক্ত স্থান থেকে ভাল্লুকের ছানাটি উদ্ধার করে। অভিযানে অংশ নেন তৈন রেঞ্জ অফিসার আরিফুল ইসলাম, বিশেষ টহল দলের টিম লিডার রনি পারভেজ, রেঞ্জ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের প্রতিনিধি।

‎রেঞ্জ অফিসার আরিফুল ইসলাম জানান, পাচার বা ক্ষতির শিকার হতে পারে—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া ভাল্লুক ছানাটির উচ্চতা ১৮ ইঞ্চি, লম্বা ২০ ইঞ্চি, ওজন প্রায় ৬ কেজি এবং বয়স আনুমানিক ৮ মাস।

‎উদ্ধার অভিযানের সত্যতা নিশ্চিত করে লামা বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বিপন্ন প্রজাতির ভাল্লুক ছানাটি নিরাপদ রয়েছে। বর্তমানে এটি বন বিভাগের হেফাজতে নিবিড় পর্যবেক্ষণে আছে। শারীরিক অবস্থা পরীক্ষা- নিরীক্ষার পর ছানাটিকে সাফারি পার্কে হস্তান্তর করা হবে।”

‎বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানান, এশিয়ান কালো ভাল্লুক (Asian Black Bear) বাংলাদেশে অতি বিপন্ন প্রজাতির তালিকায় রয়েছে। পার্বত্য চট্টগ্রামে বন নিধন ও বাসস্থান সংকোচনের কারণে এরা প্রায়শই লোকালয়ে চলে আসে। বন বিভাগের এই সময়োপযোগী পদক্ষেপ বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

‎উদ্ধার হওয়া ভাল্লুক ছানাটি বর্তমানে সুস্থ আছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গেছে।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: