রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬
Homeঅপরাধবিজিবির হাতে আটক নিরস্ত্র অবস্থায় মিয়ানমারের ৪ বিজিপি ও ১ সেনা সদস্য

বিজিবির হাতে আটক নিরস্ত্র অবস্থায় মিয়ানমারের ৪ বিজিপি ও ১ সেনা সদস্য

নিজস্ব প্রতিবেদক :

আজ রোববার (২৩ নভেম্বর) দুপুর ১২টার সময় ৩৪ বিজিবির অধীনস্থ নাইক্ষ‍্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের মংজয়পাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৪২ এলাকার পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন ঘুমধুম ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ গাছবুনিয়া পাড়ায় ৫(পাঁচ) জন মিয়ানমার সেনা/ বিজিপির সদস্য (বিজিপি সদস্য ৪ জন, মিয়ানমার সেনাবাহিনীর সদস্য-১ জন) সীমান্ত এলাকায় বসবাসরত গ্রামবাসির কাছে আশ্রয় গ্রহণ করে।পরবর্তীতে ৩৪ বিজিবি মংজয় পাড়া বিওপির টল দল কর্তৃক তাদেরকে নিরস্ত্র অবস্থায় আটক করে বিওপিতে নিয়ে আসে।

আটককৃতরা হলেন, কোকোসাইন (৩৫), রেজি নং- 253655 সাং- মোমেক সিটি, শান স্টেট,মিয়ানমার।
পদবী- Second inspector of Police, Myo ko ko sein BGP., শৈথুনরা (৩৮),  রেজি নং- 236447Pan ta naw City, Ayawerdy state, পদবী- কনস্টেবল, বলিবাজার বিজিপি ক্যাম্প, অংসাইনতো (২৫), রেজি নং- 298993 সাং- Mgatutaw city, ayawerdy state, মিয়ানমার।পদবী- কনস্টেবল, বলিবাজার বিজিপি ক্যাম্প।ক্যজাইলিং (৩২), রেজি নং- 249578 সাং- Kan Gyi dawn City, Ayawerdy state, মি মিয়ানমার।
পদবী- কনস্টেবল, বলিবাজার বিজিপি ক্যাম্প, মিংমিংঅং (৪১), রেজি নং- 373882, সাং- Yangon state, মিয়ানমার। (মিয়ানমার সেনা বাহিনীর সৈনিক)।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, খবরটি সঠিক বলে শুনেছি।

নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসরুরুল হক সাংবাদিক দের জানান, উক্ত বিষয়ে  তিনি অবগত হয়েছেন। থানায় হস্তান্তর করা হলে  আইনত ব্যাবস্তা গ্রহন করা হবে।একটি সুত্রে জানা যায়, বিগত পুনে দুই বছর আগে মিয়ানমার সীমান্ত এলাকা নিয়ন্ত্রণে নেয়ার জন্য মিয়ানমার সরকারি বাহিনীর বিরুদ্ধে তুমুল যুদ্ধে লিপ্ত হয় মিয়ানমার বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মি, তখন কোন এক সময় আরকান আর্মি ঐ ৫ জনকে আটক করে তাদের বন্দিশালাই আটকে রাখে।

আজ রোববার (২৩ নভেম্বর) সকালে সময় এবং সুযোগ বুঝে আরকান আর্মির হেফাজত থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে সীমান্ত অতিক্রম করলে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি তাদেরকে আটক করে।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: