মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫
Homeখাগড়াছড়িমহালছড়িতে হোপ ফর চিলড্রেনের উদ্যোগে শিশু স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত

মহালছড়িতে হোপ ফর চিলড্রেনের উদ্যোগে শিশু স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত

দহেন বিকাশ ত্রিপুরা, মহালছড়ি:

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে Hope for Children (HFC) – Maischari Project-এর উদ্যোগে “Children’s Health Screening 2025” শীর্ষক দিনব্যাপী শিশু স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) আয়োজিত এ স্বাস্থ্য সেবায় প্রকল্পের আওতাভুক্ত দুই শতাধিক শিশু বিভিন্ন শারীরিক ও পুষ্টিগত পরীক্ষা-নিরীক্ষা গ্রহণ করে।

স্বাস্থ্য পরীক্ষায় শিশুদের সাধারণ রোগবালাই, পুষ্টিহীনতা, চোখ, দাঁত, ত্বকসহ বিভিন্ন সমস্যা মূল্যায়ন করা হয়। এ সময় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাজর্ষি চাকমা শিশুদের বয়স অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, “পর্যবেক্ষণে দেখা গেছে, অধিকাংশ শিশু অপুষ্টিজনিত সমস্যায় ভুগছে এবং নিয়মিত কৃমিনাশক সেবনের অভাব রয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পুষ্টিকর খাদ্য গ্রহণে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।”

হোপ ফর চিলড্রেন, মাইসছড়ি সেন্টারের প্রকল্প সমন্বয়কারী সুনীল কান্তি ত্রিপুরা জানান, পাহাড়ি অঞ্চলের শিশুদের স্বাস্থ্যঝুঁকি শনাক্তকরণ, পুষ্টি মূল্যায়ন এবং নিরাপদ বেড়ে ওঠা নিশ্চিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। তিনি বলেন, “আমরা প্রতিটি প্রকল্প এলাকায় শিশুদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও অভিভাবকদের স্বাস্থ্য-সচেতনতা বৃদ্ধিতে কাজ করছি। সময়মতো চিকিৎসা নিশ্চিত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আয়োজনে অংশগ্রহণকারী অভিভাবকরা এমন স্বাস্থ্য সেবা কার্যক্রম অব্যাহত রাখার জন্য Hope for Children-এর প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, দূরবর্তী এলাকায় স্বাস্থ্যসেবা পাওয়া কঠিন হওয়ায় এই উদ্যোগ শিশুদের জন্য অত্যন্ত সহায়ক।

অনুষ্ঠানে বিলিভার্স ইস্টার্ন চার্চের খ্রিস্টান ধর্মীয় যাজক, Hope for Children মাইসছড়ি সেন্টারের সমাজকর্মী চন্দ্রানি ত্রিপুরা, কৃষ্ণ জ্যোতি ত্রিপুরাসহ CMVT-এর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: