
মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি:
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্য ও অনিয়মের প্রতিবাদে বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিনব্যাপী লাগাতার হরতাল কর্মসুচীর ডাক দিয়েছে কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দ।
পার্বত্য জেলা পরিষদে নিয়োগ প্রক্রিয়া জাতিগত বৈষম্য, সরকার কর্তৃক প্রজ্ঞাপিত কোটা সংরক্ষণের বিষয়ে নির্দেশনা না মানার কারণে তারা ৩৬ ঘন্টার এই হরতাল পালন করছে।
আজ ২০ নভেম্বর প্রথম দিনে ভোর ৬টা থেকে রাঙ্গামাটি শহরের সকল প্রকার দোকানপাট বন্ধ রয়েছে বলে জানা যায়। সকাল থেকে দূরপাল্লার যান বাহনসহ উপজেলাগুলোতে নৌ পথে কোন প্রকার লঞ্চ ছেড়ে যায়নি। বাঘাইছড়ি উপজেলায় হরতালের সমর্থনে বেশ কিছু স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটারদের পিকেটিং করতে দেখা গেছে।
এদিকে সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া শহরে যাতে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা না ঘটে তার জন্য পুলিশের টহল জোরদার করা হয়েছে। তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।
