
জেলা প্রতিনিধি, বান্দরবান:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় রাবার বাগানে কাজ করার সময় বন্যহাতির আক্রমণে আব্দুল হক (৪০) নামে এক রাবার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) ভোরে সোনাইছড়ি ইউনিয়নের পাইয়াঝিড়ি রাবার বাগানে রাবার কষ সংগ্রহের সময় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হক নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পুনর্বাসন পাড়ার মৃত মিনাজ উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, ভোরে কাজ করার এক পর্যায়ে হঠাৎ একটি বন্যহাতি আব্দুল হকের ওপর ঝাঁপিয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। খবর পেয়ে নিহতের ছেলে ও ভাই আব্দুল হাকিমসহ সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির এসআই লোকমানের নেতৃত্বে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে।
বান্দরবান বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আব্দুর রহমান জানান, বন্যহাতির আক্রমণে কেউ মারা গেলে নিয়ম অনুযায়ী মামলা ও তদন্ত করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণ আইনের বিধান অনুযায়ী নিহতের পরিবারকে সরকারি ক্ষতিপূরণ প্রদান করা হবে।
