বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
Homeবান্দরবানরুমার যথুরাম পাড়ায় নিভে গেছে প্রাথমিক শিক্ষার আলো”

রুমার যথুরাম পাড়ায় নিভে গেছে প্রাথমিক শিক্ষার আলো”

স্টাফ রিপোর্টার:

বান্দরবানের রুমা উপজেলার গালেঙ্গা ইউনিয়নের দুর্গম যথুরাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে পাঠদান কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। নিয়মিত শিক্ষক না থাকায় বিদ্যালয়টি এখন কার্যত তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।

সরকারি নথি অনুযায়ী বিদ্যালয়টিতে চারজন শিক্ষক কর্মরত থাকার কথা। কিন্তু স্থানীয়দের দাবি—তারা মাসের পর মাস কোনো শিক্ষককে বিদ্যালয়ে দেখতে পাননি। ফলে এলাকার শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, আর অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও হতাশা দিন দিন বাড়ছে।

আজ-(১৩ নভেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা মিলে, বিদ্যালয়ের মূল ফটক তালাবদ্ধ, শ্রেণিকক্ষগুলো ফাঁকা,আর একসময়ের চঞ্চল খেলার মাঠ এখন নীরব ও জনশূন্য। স্থানীয় শিক্ষার্থীরা জানান, বছরের শুরুতে কয়েকদিন ক্লাস হলেও পরে শিক্ষকরা আর নিয়মিত আসেননি।

অভিভাবক সচেতন নাগরিকরা বলেন, “আমরা চাই আমাদের বাচ্চারা লেখাপড়া শিখুক। কিন্তু শিক্ষকরা না আসলে আমরা কীভাবে পাঠাবো? অনেক সময় বাচ্চারা বিদ্যালয়ে গিয়ে ফিরে আসে—কারণ গেট বন্ধ থাকে।”

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, দুর্গম পাহাড়ি অঞ্চলে বিদ্যালয় হওয়ায় নিয়মিত শিক্ষক উপস্থিতি নিশ্চিত করা কঠিন। তবে তারা বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে অবহিত করেছেন এবং দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।

রুমা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, “আমরা বিষয়টি অবগত হয়েছি। যথুরাম পাড়া বিদ্যালয়ে শিক্ষক সংকট ও উপস্থিতি সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”

এদিকে দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় যথুরাম পাড়ার শতাধিক শিক্ষার্থী শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয়রা দাবি তুলেছেন—দুর্গম এই এলাকায় শিক্ষক আবাসন ও পর্যাপ্ত তদারকির ব্যবস্থা না করলে এই অবস্থার পরিবর্তন সম্ভব নয়।

আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: