শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
Homeবান্দরবানসীমান্তে জনসেবা: দোপানীছড়ার দুর্গম এলাকায় বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

সীমান্তে জনসেবা: দোপানীছড়ার দুর্গম এলাকায় বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

স্টাফ রিপোর্টার:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উদ্যোগে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম দোপানীছড়ায় গরীব ও অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

আজ (৯ নভেম্বর) রোববার সকালে বান্দরবান জেলার আওতাধীন রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) এর ব্যবস্থাপনায় মেডিকেল অফিসার মেজর তিমির রঞ্জন মহান্ত, এএমসি’র নেতৃত্বে অধীনস্থ দোপানীছড়া বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী দোপানীছড়া পাড়ায় একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। উক্ত ক্যাম্পেইনে স্থানীয় গরীব ও অসহায় পাহাড়ি নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধসহ মোট ২৫ জনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

এ ব্যাপারে রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ বি এম শাহ রেজা জানান, সীমান্তবর্তী পাহাড়ী এলাকার বাসিন্দারা এখনো উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এ প্রেক্ষিতে মানবিক দায়িত্ববোধ থেকে রুমা ব্যাটালিয়ন সীমান্তের দুর্গম অঞ্চলে নিয়মিতভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে।

তিনি আরো জানান, রুমা ব্যাটালিয়ন ইতোপূর্বেও স্থানীয় জনগণের কল্যাণে নানা মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখবে।

আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: