শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
Homeরাঙামাটিবাঘাইছড়িবাঘাইছড়িতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাঘাইছড়িতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি:

৭ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাঘাইছড়িতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

আজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় উপজেলা, পৌর, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে চৌমুহনীস্থ বিএনপির কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী শাপলা চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভা উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু।

এসময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, জেলা সহ কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী, সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার গুরুত্বারোপ করে বক্তৃতারা আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারী মাসে। এই নির্বাচন হবে দেশের ভবিষ্যৎ গণতন্ত্র নির্ধারণের লড়াই, তাই প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।’

আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: