
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম:
প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন,শিক্ষকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয়ে বান্দরবানের আলীকদম উপজেলায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজি-১২০৬৮)-এর নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। গত ১ নভেম্বর ২০২৫, শনিবার,উপজেলার শিক্ষক সমাজের উপস্থিতিতে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নতুন কমিটি প্রাথমিক শিক্ষকদের সার্বিক ঐক্য ও পেশাগত উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষক মহল।
☞  নবগঠিত আহ্বায়ক কমিটি (আলীকদম উপজেলা শাখা)
১. আহ্বায়ক: জনাব মো. নুরুল আজিম, সহকারী শিক্ষক, কলারঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
২. যুগ্ম আহ্বায়ক: জনাব মো. আইয়ুব, সহকারী শিক্ষক,ভরিরমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৩. যুগ্ম আহ্বায়ক: জনাব পাইনুসাং মার্মা, সহকারী শিক্ষক, আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৪. যুগ্ম আহ্বায়ক: জনাব জারিয়াতুল মোস্তফা, সহকারী শিক্ষক, কলারঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৫. যুগ্ম আহ্বায়ক: জনাব আরিফুর রহমান, সহকারী শিক্ষক, নজির মেম্বার পাড়া ছিদ্দিক আহাম্মেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৬. সদস্য সচিব: জনাব মো. আলমগীর, সহকারী শিক্ষক, রোয়াম্ভু সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৭. কার্যকরী সদস্য: জনাব যোসেফ ত্রিপুরা, সহকারী শিক্ষক, লাংড়িং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৮. কার্যকরী সদস্য: জনাব মেনথক ম্রো, সহকারী শিক্ষক, আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৯. কার্যকরী সদস্য: জনাব বিপ্লব কান্তি দাশ, সহকারী শিক্ষক, দয়ালচন্দ্র পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
☞  কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য
দুর্গম পার্বত্য অঞ্চল আলীকদমের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে গতিশীল করা এবং শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়নের উদ্দেশ্যে এই আহ্বায়ক কমিটি কাজ করবে। কমিটির ঘোষিত প্রধান লক্ষ্য ও উদ্দেশ্যগুলো হলো—
প্রাথমিক শিক্ষার গতি বৃদ্ধি: উপজেলায় শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
শিক্ষকদের ঐক্য: সার্বিক ঐক্য গড়ে তুলে পেশাগত সমস্যার সমাধান করা। দশম গ্রেড দাবি আদায়: জাতীয় পর্যায়ে চলমান দশম গ্রেড আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ।
সুসংবদ্ধ কমিটি গঠন: ভবিষ্যতে যোগ্য নেতৃত্বে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন।নৈতিক দাবি আদায়: শিক্ষকদের ন্যায্য ও মানবিক দাবি বাস্তবায়নে ভূমিকা রাখা। দাপ্তরিক হয়রানি বন্ধ: কার্যালয় ভিত্তিক হয়রানি প্রতিরোধে নজরদারি ও পদক্ষেপ।
সামাজিক সম্মান নিশ্চিতকরণ: শিক্ষকদের সামাজিক মর্যাদা রক্ষায় কাজ করা। এছাড়া, শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে—শিক্ষকরা যেন সমাজে একজন পথপ্রদর্শক ও দায়িত্বশীল অভিভাবকের ভূমিকা রাখতে পারেন, সেজন্য তাদের কাউন্সেলিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি, শিক্ষকদের মানবিক ও আর্থিক বিষয়ে সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে। নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা পেশাগত ঐক্য, সহযোগিতা ও দায়িত্বশীলতার মাধ্যমে শিক্ষা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তারা সকলের সহযোগিতা, দোয়া ও পরামর্শ কামনা করেছেন, যেন আলীকদমের প্রাথমিক শিক্ষা একটি নতুন দিগন্তে পৌঁছে যেতে পারে। আলীকদমের শিক্ষক সমাজ নবগঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

                                    