
চনুমং মারমা, স্টাফ রিপোর্টার:
প্রান্তিক জনপদের খবরের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল পাহাড়কণ্ঠ ডটকম (paharkantho.com)-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বান্দরবান জেলা সদরের লুসাইবাড়ি সংলগ্ন গ্রিনল্যান্ড রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাহাড়কণ্ঠ ডটকমের প্রকাশক মাহাবুব হাসান খাঁন বাবুলের আমন্ত্রণে, ব্যবস্থাপনা সম্পাদক খালেদ মাহবুব খাঁন আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও দৈনিক প্রথম আলোর বান্দরবান প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা বান্দরবান জেলা প্রতিনিধি মিনারুল হক,এন টিভি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ার।
প্রধান অতিথির বক্তব্যে বুদ্ধজ্যোতি চাকমা বলেন, আমাদের বাংলাদেশে দীর্ঘ স্থায়ী প্রতিষ্ঠান প্রায় হারিয়ে গেছে, খুব সহজে এইসব প্রতিষ্ঠান হারিয়ে যাচ্ছে, পাহাড় কন্ঠ ডটকম আরো ৮০ বছর টিকে থাকুক সবাই আমরা শুভাকাঙ্ক্ষী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সমকাল বান্দরবান প্রতিনিধি উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, দৈনিক জনকণ্ঠ স্টাফ রিপোর্টার আবদুর রহিম, দৈনিক মানবজমিন প্রতিনিধি নুরুল কবির, দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি উথাইসিং রনি, মাই টিভি প্রতিনিধি তুহিন হোসাইন, থানচি প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক সাঙ্গু প্রতিনিধি রেম্বো ত্রিপুরা, দ্য ডেইলি স্টার প্রতিনিধি মংসিহাই মারমা, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি উসিথোয়াই মারমা, বিজয় টিভি ও কালের কণ্ঠ প্রতিনিধি রিমন পালিত, কিকিউ মারমা, এবিএন বাংলা টিভি স্বত্বাধিকারী মো. আসমত হোসাইন, দৈনিক নববানী পার্বত্য চট্টগ্রাম ব্যুরো প্রধান ডেবিট সাহ, দৈনিক সাইচিত্র মৈত্রী প্রতিনিধি রশিদ আহমেদ রশীদ, মুভি বাংলা টিভি প্রতিনিধি নুর হোসেন, এন টিভি অনলাইন প্রতিনিধি শফিকুর রহমান, বাংলানিউস টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি আবু বক্কর, দৈনিক সাঙ্গু প্রতিনিধি শামসুর রাহমান আকাশ প্রমুখ।
প্রসঙ্গত, সাংবাদিক মাহাবুব হাসান খান বাবুলের প্রকাশনায় এবং এস এম নাসিমের সম্পাদনায় ২০১৭ সালের ১৬ সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক অনলাইন নিউজপোর্টাল পাহাড়কণ্ঠ ডটকম (paharkantho.com) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। তখন থেকে আজ পর্যন্ত প্রান্তিক জনপদের কথা তুলে ধরে অবিরাম পথচলার ৮ম বছর পূর্ণ হয়েছে পাহাড়কণ্ঠ ডটকম এর।
