রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬
Homeআলাপনখাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপি মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপি মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি:

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে খাগড়াছড়ি জেলা শাখা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা করা হয়।

পরে দুপুর ১২টায় চেঙ্গী স্কয়ার থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা মহিলা দলের সভানেত্রী কোহেলী দেওয়ান।

অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রফ রাজাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, “বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও গনতান্ত্রিক রাজনীতির ধারা অব্যাহত রাখতে মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।”

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: