খাগড়াছড়িতে প্রয়াস একাডেমির সংবর্ধনা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান

0
82

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি:

শিক্ষাই জাতির মেরুদণ্ড এই চিরন্তন সত্যকে সামনে রেখে খাগড়াছড়িতে শিক্ষার্থীদের উৎসাহ, অনুপ্রেরণা ও দিকনির্দেশনার এক অনন্য আয়োজন সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়, নার্সিং ও গুচ্ছভুক্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপের সংবর্ধনা এবং ২০২৫-২৬ সেশনের নবীন শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠান আয়োজন করে খাগড়াছড়ির অন্যতম কোচিং প্রতিষ্ঠান ‘প্রয়াস একাডেমি’।

শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) সকালে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন “আজকের বিশ্ব এগোচ্ছে প্রযুক্তি, বিজ্ঞান ও উদ্ভাবনের পথ ধরে। চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে জ্ঞানই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। দক্ষ মানবসম্পদ ছাড়া কোনো জাতি টিকে থাকতে পারবে না। তাই শিক্ষা, গবেষণা, দক্ষতা ও জ্ঞানকে কাজে লাগানোর মাধ্যমেই ২১ শতকের শিল্পবিপ্লবের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে।”তিনি আরও যোগ করেন—একজন শিক্ষার্থীকে প্রতিষ্ঠিত করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সম্মিলিত প্রয়াস প্রয়োজন। সৎ সাহস, সময় ব্যবস্থাপনা ও মনোবল ধরে রাখাই সাফল্যের মূলমন্ত্র।”

অনুষ্ঠানের সভাপতি ও প্রয়াস একাডেমির পরিচালক উত্তম কুমার ত্রিপুরার আহ্বানে জমকালো এই আয়োজনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক সোনালী চাকমা। তিনি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে বলেন—“স্বপ্ন বড় হতে হবে। আমি যদি দুর্গম এলাকা থেকে সংগ্রাম করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারি, তাহলে তোমরাও পারবে। মনোবল ও আত্মশক্তি ধরে রাখলে কোনো বাধাই অতিক্রমণযোগ্য নয়।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এড. সৃজনী ত্রিপুরা। তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন—“আমাদের সময়ে এভাবে কোচিংয়ের সুযোগ ছিল না। আমি পাহাড়ি প্রত্যন্ত এলাকার মেয়ে হয়েও বহু কষ্ট ও অপেক্ষার প্রহর শেষে আজ এই অবস্থানে এসেছি। তোমরাও চেষ্টা করলে অবশ্যই সফল হতে পারবে।”

তিনি বাল্যবিবাহের বিরুদ্ধে কণ্ঠস্বর উঁচু করার আহ্বান জানিয়ে বলেন—“শিক্ষার পাশাপাশি সমাজ থেকে বাল্যবিবাহ দূর করতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রয়াস একাডেমির সহকারী পরিচালক ও নার্সিং মেন্টর স্নেহময় ত্রিপুরা, বিবিএ মেন্টর জেমস ত্রিপুরা, সমাজকর্মী সুরেশ বরণ ত্রিপুরা এবং ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, খাগড়াছড়ি সদর শাখার সভাপতি আকাশ ত্রিপুরা।

অনুষ্ঠানের শুরুতে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে পরিচালক উত্তম কুমার ত্রিপুরা জানান“২০১৯ সালে মাত্র ১৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে প্রয়াস একাডেমি। প্রথম বছরেই ১১ জন শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ লাভ করে। বর্তমানে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে। এ বছরই ৩৫ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ও নার্সিংয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে।”

আলোচনা শেষে অতিথিবৃন্দ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

খাগড়াছড়ির পাহাড়ি প্রান্তিক অঞ্চল থেকে বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের এই সাফল্য স্থানীয় শিক্ষাঙ্গনে এক নতুন দিগন্তের সূচনা করেছে বলে মনে করছেন অভিভাবক ও সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here