
মোঃ মহিউদ্দিন,বাঘাইছড়ি:
রাঙামাটির বাঘাইছড়িতে রাঙামাটি জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ।
বিশেষ অতিথি বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির সহ স্থানীয় জন প্রতিনিধি, শিক্ষক, হেডম্যান, কার্বারী গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বাঘাইছড়ি উপজেলার বন্যা, চিকিৎসা সেবা, বিদ্যুৎ সংকট, ফায়ার সার্ভিস, নদী ভাঙ্গন সহ বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করলে জেলা প্রশাসক সমস্যা গুলো চিহ্নিত করে সমাধানের আশ্বাস প্রদান করেন।
এতে বক্তব্য রাখেন বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আবদুল মাবুদ, মারিশ্যা ইউনিয়নের চেয়ারম্যান আপন চাকমা, হেডম্যান জৈপুতাং ত্রিপুরা, সহ রাজনৈতিক নেতা, গন্যমান্য ব্যাক্তিবর্গরা।





