স্বাস্থ্যের মান উন্নয়নের কুহালং ইউপি ও গ্রাউস যৌথভাবে পদক্ষেপ; উপকৃত হবেন প্রায় ১৮ হাজারের মানুষ!

0
55

বিশেষ প্রতিনিধি, বান্দরবান:

বান্দরবানের দুর্গম প্রত্যন্তাঞ্চলে নারী-শিশুসহ সাধারণ মানুষের স্বাস্থ্যের মান উন্নয়ন ও রূপান্তরমুখী উন্নয়নের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

সোমবার(২৫আগষ্ট) দুপুরে কুহালং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গ্রাউসের ডেপুটি ডিরেক্টর ও প্রোগ্রাম ডিরেক্টর চিন্ময় মুরুং এবং কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব উচ প্রু মারমা, গ্রাউসের প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার চিংথোয়াই উ মারমা, উখ্যাইমং মারমা ও ইউপি সদস্য কালাম মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

চুক্তিতে বলা হয়, ইউনিয়নের প্রতিটি এলাকায় মৌলিক চাহিদা পূরণে ইউনিয়ন পরিষদ ও গ্রাউস সমন্বিতভাবে কাজ করবে। নারী ও শিশু উন্নয়ন প্রকল্পগুলো যৌথভাবে বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়নের প্রায় ১৮ হাজার মানুষ উপকৃত হবেন। একই সঙ্গে ১৩টি স্থায়ী কমিটির মাধ্যমে সেবার পরিধি আরও সম্প্রসারিত হবে।

বক্তারা জানান, ওয়াল্ড ভিশন বর্তমানে বিশ্বের ১১০টিরও বেশি দেশে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। পার্বত্য এলাকায় শিশু ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা, নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা ও মৌলিক সেবা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে গ্রাউস ও কুহালং ইউনিয়ন পরিষদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here