
স্টাফ রিপোর্টার।।
বান্দরবানে রুমা উপজেলায় “নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু মুক্ত থাকি” এ স্লোগানকে সামনে রেখে আজ বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান পরিচালনা করা হয়েছে।
এ কার্যক্রমে শুভ উদ্বোধন করেন ডা. পাপিয়া দাশ। এ সময় উদ্বোধক বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অভিযানে স্থানীয় মানুষকে তাদের ঘরবাড়ি ও আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। এ ছাড়াও ডেঙ্গুর প্রাথমিক লক্ষণ সম্পর্কে তথ্য দেওয়া হয় এবং আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়।
অভিযানটি সার্বিক তদারকি ও পরিচালনা করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির রুমা উপজেলার সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. ওমর কাইয়ুম চৌধুরী এবং বান্দরবান জেলার জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা মো. মোজাহিদুল হক চৌধুরী, সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার আবু বক্কর ছিদ্দিক সহ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরাও।
এর আগে সকালে এক বর্ণাঢ্য বের করে। রেলিটি এলাকার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গনে সমাবেত হয়।
এদিকে এলাকার মানুষ ব্র্যাকের এ ধরনের উদ্যোগে সাধুবাদ জানিয়েছে এবং ভবিষ্যতেও নিয়মিত এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।
পরে মুসলিম পাড়া, ঘোনা পাড়া, থানা পাড়া, হাসপাতাল এলাকা, বাজার এলাকা,এডেন পাড়া,এডেন রোড, লুংঝিড়ি পাড়ায় ডেঙ্গু প্রতিরোধ অভিযান পরিচালনা করা হয়।