রুমায় শিশু ধর্ষণের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল: বিচারের দাবিতে উত্তাল মারমা যুব সমাজ 

0
28

 ডেক্স রিপোর্ট:

বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের পাইন্দু হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির পড়ুয়া এক মারমা ছাত্রীকে ৫জন দলবদ্ধভাবে গণধর্ষণ ঘটনায় ধর্ষণকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি ও পলাতক দুইজন আসামীকে দ্রুত গ্রেফতারের দাবিতে মারমা যুব সমাজের আয়োজনের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।

মানববন্ধনের মারমা যুব সমাজের সভাপতি মংহাইনু মারমা সভাপতিত্বে প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা উপস্থিত ছিলেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুড়া স্টুডেন্ট ফোরামের যুব নেতা রিপন ত্রিপুড়া,নারীবাদী প্রতিনিধি রেএংময় বমসহ শতাধিক যুবসমাজ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার-২১ আগস্টের সকালে স্থানীয় মারমা যুবসমাজসহ নানা শ্রেণি-পেশার মানুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের যোগ দেন বিক্ষোভ মিছিল রুমা বাজারে প্রদক্ষীন করে হিন্দু মন্ডিরে প্রঙ্গনের শেষ হয়।

এতে বক্তারা বলেন, “আমরা এই তিনজন আসামি আটককৃতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সেইসঙ্গে দুজন পলাতক আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা বলেন এটি একটি স্পষ্ট ফৌজদারি মামলা হওয়া সত্ত্বেও কিছু স্থানীয় দালাল ব্যক্তিরা সামাজিক বিচারের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। যারা সামাজিক বিচারের নামে বিচারকরা ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ আড়াল করতে চায়,তাদেরকেও আইনের আওতায় আনতে হবে।”

এ সময় যুব কন্দ্রীয় যুব সমাজের সভাপতি মংহাইনু মারমা পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ধর্ষণের ঘটনা যেন কোনোমতেই ধামাচাপা না পড়ে। সকল অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।এবং সমাজিক বিচারকদের কেও আইনের আওতায় এনে আটক করতে হবে।

মারমা যুবসমাজসহ স্থানীয় অধিবাসীরা বলেন বিচারকসহ এই ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি করেছেন এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here