বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তারের বিদায়ী সংবর্ধনা

0
55

মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।

বাঘাইছড়ি উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার এর বদলি জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার ১৭ আগস্ট সকাল সাড়ে ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির এর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার শিরিন।

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা ও পৌর বিএনপির সভাপতি -সাধারণ সম্পাদক, জামায়াতের আমীর, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, কলেজ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

বিদায়কালে ইউএনও শিরিন আক্তার বলেন, আমি দায়িত্ব পালনকালীন বাঘাইছড়িবাসীর ব্যপক ভালবাসা পেয়েছি। আপনাদের সহযোগিতায় আমি এখানে উন্নয়নমূলক অনেক কাজের সুযোগ পেয়েছি। আমি এই উপজেলার মানুষদের ভুলতে পারবোনা।

তিনি ২০২৩ সালের ১৩ নভেম্বর যোগদান করে ১৩ আগস্ট ২০২৫ পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here