সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeআন্তর্জাতিক৫ আগস্টের ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে রুমায় বিএনপির বিজয় র‍্যালী

৫ আগস্টের ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে রুমায় বিএনপির বিজয় র‍্যালী

স্টাফ রিপোর্টার।। রুমা

বান্দরবান জেলার রুমা উপজেলায় ৫ আগস্টের ইতিহাসখ্যাত ছাত্র-জনতার বিজয় দিবস ও তথাকথিত আওয়ামী ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তিকে ঘিরে আজ মঙ্গলবার সকালে বর্ণাঢ্য ও সুশৃঙ্খল জনসমাবেশের আয়োজন করা হয়। গত জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায়, এ দিবসটি স্মরণে এই রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হয়, যার মূল উদ্দেশ্য ছিল গণতান্ত্রিক চেতনার পুনরুত্থান এবং গণজাগরণকে আরও সুসংহত করা।

উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন থুইসাঅং মারমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুসাইমং মারমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মোঃ নজরুল ইসলাম এবং মংশৈম্রইং মারমা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন রুমা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি পালিয়ান বম, উপজেলা যুবদলের আহ্বায়ক লালকিম বম, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক অংথোয়াইচিং মারমা, মহিলা দলের সভানেত্রী ঙৈনুচিং মারমা, ছাত্রদলের আহ্বায়ক সিমংহ্লা মারমা, ছাত্রদলের সদস্য সচিব অংবাচিং মারমা, যুব দলের সদস্য সচিব মংক্যচিং মারমা এবং সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিংমং মারমা প্রমুখ।

সমাবেশে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনসমূহের শতাধিক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বক্তারা তাদের বক্তব্যে জোর দিয়ে বলেন, “গণমানুষের বিজয় অনিবার্য—এটি সময়েরই দাবি। এই গণজাগরণ নতুন রাজনৈতিক বাস্তবতার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে, যা দেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার পথে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।”

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: