কোয়ান্টাম ফাউন্ডেশন ও মাটির ব্যাংকের ব্যতিক্রমী উদ্যোগে চোখে আলো ফিরল ৩০ জন রোগীর

0
79

আরাফাত হোসেন বেলাল।। লংগদু।।

রাঙামাটির লংগদুতে কোয়ান্টাম ফাউন্ডেশন ও মাটির ব্যাংকের অর্থায়নে দরিদ্র ও অসহায় রোগীদের জন্য চোখের ছানি অপারেশনের ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সম্প্রতি ৪০ জনেরও অধিক ছানি রোগীকে চোখের বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে পরীক্ষা করানো হয়। এর মধ্যে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ৩০ জন রোগীকে লংগদু ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে ছানি অপারেশন করানো হয়।

এই মহতী কার্যক্রমে নেতৃত্ব দেন কোয়ান্টাম ফাউন্ডেশনের নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক এবিএস মামুন। তার সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবক দল নিরলস পরিশ্রম করে রোগীদের নিরাপদ যাতায়াত, চিকিৎসা এবং অপারেশন সংক্রান্ত যাবতীয় সহযোগিতা নিশ্চিত করেন।

চোখে ছানি পড়া অনেক রোগীই দীর্ঘদিন ধরে অর্থাভাবে অপারেশন করাতে পারছিলেন না। কোয়ান্টাম ফাউন্ডেশন ও মাটির ব্যাংকের যৌথ সহায়তায় এই উদ্যোগ তাদের জীবনে নতুন আলো এনেছে।

উল্লেখ্য, মাটির ব্যাংক একটি স্বেচ্ছাসেবী আর্থিক সহায়তা ভিত্তিক প্রকল্প, যেখানে সাধারণ মানুষ ছোট ছোট অনুদান জমা দিয়ে বড় ধরনের সামাজিক কল্যাণমূলক কাজে অংশ নিচ্ছেন।

এই উদ্যোগকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সন্তুষ্টি ও কৃতজ্ঞতা দেখা গেছে। অনেকেই এই ধরণের সেবামূলক কার্যক্রম আরও বিস্তারের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here