
বাঘাইছড়ি ও খাগড়াছড়ি প্রতিনিধি।।
রবিবার (৩ আগস্ট) ভোর রাত থেকে টানা ভারী বর্ষণের ফলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের একাধিক স্থানে পাহাড় ধসে পড়েছে। এতে খাগড়াছড়ি ও দেশের অন্যান্য অংশের সঙ্গে বাঘাইছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শান্তি পরিবহনের যাত্রী মো: আরমান বলেন সকাল থেকে সড়কে আটকে আছি প্রচুর বৃষ্টি হচ্ছে আরো বড় ধরনের আশংকা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৯ মাইল, ১০ মাইল ও ১৪ মাইল এলাকায় পাহাড় ধসে পড়ায় ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে করে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
খাগড়াছড়ি সড়ক জনপদ বিভাগের কর্মকর্তা প্রিয়দর্শী চাকমা বলেন আমরা সংবাদ পেয়েছি মাটি সরাতে জনবল ও পেলোডার পাঠানো হয়েছে মাটি সরাতে কিছুটা সময় লাগবে।
এ বিষয়ে খাগড়াছড়ি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, ভারী বর্ষণের কারণে সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধসে পড়েছে। এর আগেও চলতি মৌসুমে একাধিকবার এমন ঘটনা ঘটেছে। ইতোমধ্যে মাটি সরানোর জন্য সড়ক বিভাগ থেকে জনবল পাঠানো হয়েছে। মাটি সরানোর কাজ শেষ হলেই যান চলাচল স্বাভাবিক হবে।
এদিকে দীঘিনালার ২য় শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের বেলুন মেকার সুভূতি চাকমা জানান, সকাল ১০টা পর্যন্ত ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে আরও পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বলেন, অতি বৃষ্টিপাতের ফলে বেশ কিছু স্থানে পাহাড় ধসের খবর পেয়েছি, সড়ক বিভাগের লোকদের জানানো হয়েছে তারা রওনা দিয়েছে, রাস্তা ক্লিয়ার হতে আরো কিছু সময় লাগতে পারে।
