সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeউন্নয়নরাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাইনুমে মারমা'র পাশে দাঁড়ালেন লামার ইউএনও

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাইনুমে মারমা’র পাশে দাঁড়ালেন লামার ইউএনও

বিশেষ প্রতিনিধি।।বান্দরবান।।

অর্থনৈতিক সংকটে উচ্চশিক্ষা চালিয়ে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল ছাইনুমে মারমার। অবশেষে তার পাশে দাঁড়িয়েছেন লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন।

বুধবার (৩০ জুলাই) বিকেলে লামা উপজেলা প্রশাসনের কার্যালয়ে ছাইনুমেকে ডেকে তার হাতে এককালীন আর্থিক অনুদান তুলে দেন ইউএনও।

ছাইনুমে মারমা বান্দরবানের লামা উপজেলার দুর্গম ফাইতং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভাজাপাড়া এলাকার বাসিন্দা থোয়াহ্লাখই মারমার মেয়ে । এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হওয়ার পর ছাইনুমে সদ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। তবে দারিদ্র্যের কারণে পড়ালেখা চালিয়ে যাওয়া ছিল চরম অনিশ্চিত।

ইউএনও মো. মঈন উদ্দিন জানান, “ছাইনুমেকে আপাতত বইপত্র ও প্রাথমিক খরচের জন্য আর্থিক অনুদান দেওয়া হয়েছে। ভবিষ্যতেও তাকে আরও সহযোগিতা করা হবে এবং এ সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ছাইনুমের এই পরিস্থিতি প্রথমে আলোচনায় আসে “বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও পড়াশোনা অনিশ্চিত ছাইনুমে মারমার” শিরোনামে একটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর। সংবাদটি ইউএনওর নজরে এলে তিনি ব্যক্তিগত ও প্রশাসনিক উদ্যোগে সহায়তার হাত বাড়ান।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: