সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeঅপরাধবান্দরবানে কোয়ান্টামে পাহাড় কাটার অভিযোগে ৫৫ লাখ টাকা জরিমানা 

বান্দরবানে কোয়ান্টামে পাহাড় কাটার অভিযোগে ৫৫ লাখ টাকা জরিমানা 

বিশেষ প্রতিনিধি।।বান্দরবান।।

বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের ডলুছড়ি মৌজায় পাহাড় কাটার মাধ্যমে পরিবেশ ধ্বংসের অভিযোগে কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (৩০ জুলাই) চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা ধার্য করে। অভিযানে দেখা যায়, দীর্ঘদিন ধরে কোয়ান্টাম ফাউন্ডেশন স্কেভেটর ও বুলডোজার দিয়ে পাহাড় কেটে পরিবেশ আইন লঙ্ঘন করে আসছিল। পাহাড় কাটার ফলে এলাকার পরিবেশ ও প্রতিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পরিবেশ অধিদপ্তরের সূত্রে জানা যায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৭ অনুযায়ী, কোয়ান্টাম ফাউন্ডেশনকে পঞ্চান্ন লক্ষ টাকা (৫৫,০০,০০০/-) জরিমানা করা হয়েছে। একইসাথে পার্শ্ববর্তী এলাকায় পাহাড় কাটার সঙ্গে জড়িত মোঃ কবির গংয়ের বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম বলেন, “পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় পরিবেশ অধিদপ্তর নিয়মিত মনিটরিং ও অভিযানে রয়েছে। আইন অমান্যকারী যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।”

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: