
বিশেষ প্রতিবেদক।।বান্দরবান।।
এক হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী হলো রাঙ্গামাটি জেলার বাঙ্গালহালিয়ার পাহাড়ি জনপদ। রবিবার (২৭ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে শহীদ ছাত্র উক্যছাইং মার্মার প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা জানানো হয়। বিমান বাহিনীর চৌকস একটি দল, উইং কমান্ডার আব্দুল্লাহ মোঃ ফারাবীর নেতৃত্বে, রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ার খ্যংদং মার্মা পাড়ায় অবস্থিত শ্বশানে গিয়ে তার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
সেই মুহূর্তে শোকাহত পরিবেশে কান্নায় ভেঙে পড়েন উক্যছাইং মার্মার মা তেজী প্রু মার্মা, বাবা উসাই মং মার্মা ও পরিবারের অন্যান্য সদস্যরা। বাতাসে ছড়িয়ে পড়ে এক অসমাপ্ত জীবনের অপূর্ণতার আর্তনাদ।
উল্লেখ্য, গত ২১ জুলাই ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়ে। ভয়াবহ ওই দুর্ঘটনায় দগ্ধ হয় একাধিক শিক্ষার্থী। তাদের মধ্যে মেধাবী ছাত্র উক্যছাইং মার্মা গুরুতর আহত অবস্থায় জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকা অবস্থায় রাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে।
২৩ জুলাই তাকে তার নিজ এলাকা রাজস্থলীর খ্যংদং মার্মা পাড়ায় পাহাড়ের নীরব বুকে চিরনিদ্রায় শায়িত করা হয়। মাত্র সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী হয়েও তার এই করুণ বিদায় যেন গোটা জাতিকে কাঁদিয়েছে। ছোট্ট এই প্রাণের অসময়ে ঝরে যাওয়া পাহাড়ি জনপদে রেখে গেল গভীর শোকের ছায়া।