
মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।
রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র পৌর শাখার ২নং ওয়ার্ড কমিটি গঠিত হয়েছে।
রবিবার (২৭ জুলাই) রাত ৮ ঘটিকা হতে আয়নামতি আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভার মধ্য দিয়ে ২নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠিত হয়েছে।
পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম এর সঞ্চালনায় ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল কাসেম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ সভাপতি কাজী মোস্তফা, পৌর বিএনপির দপ্তর সম্পাদক আমান উল্লাহ, পৌর কৃষক দলের সভাপতি মোঃ ইব্রাহিম, পৌর বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শাহজালাল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় ২০২১ সালে গঠিত ২নং ওয়ার্ড বিএনপির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের প্রত্যক্ষ সমর্থনে নতুন কমিটির দায়িত্ব প্রদান করা হয়। কমিটিতে সভাপতিঃ মো: জহির উদ্দিন, সাধারণ সম্পাদকঃ মোঃ রুস্তম আলী ও সাংগঠনিক সম্পাদকঃ মোঃ জয়নাল।
বিশেষ অতিথিরা বলেন, শুধু কমিটিতে অন্তর্ভুক্ত হলেই হবে না দলের জন্য কাজ করতে হবে দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে জয়ী করার লক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আরো বলেন, আমরা মাদক, দুর্নীতি, চাঁদাবাজি মুক্ত দেশ চাই,সমাজ চাই, একেকটা বিএনপির কর্মী চাই, যারা চাঁদাবাজি করবে তাদের বিএনপির মধ্যে ঠাই নেই, আমরা সবাইকে নিয়ে সুন্দর সমাজ ও দেশ গড়তে চাই।