সোমবার, জানুয়ারি ২৬, ২০২৬
HomeUncategorizedসীমান্তে বিজিবি কঠোর অবস্থানে ২১৫ কিলোমিটার এলাকায় পুশইন শূণ্য কোঠায়

সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে ২১৫ কিলোমিটার এলাকায় পুশইন শূণ্য কোঠায়

মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।

আসন্ন ঈদুল আযাহাকে সামনে রেখে ভারতের মিজোরাম ও ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা ও আশপাশের সীমান্ত এলাকায় অবৈধভাবে পুশইন ও চোরাচালান ঠেকাতে সীমান্ত এলাকায় তৎপর রয়েছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি।

সীমান্তে বিজিবির কড়া নজরদারি ও টহল জোরদার করার ফলে সীমান্তবর্তী মারিশ্যা, বাঘাইহাট ও বাবুছড়া এলাকার ২১৫ কিলোমিটার সীমান্ত দিয়ে কোন ধরনের পুশইন ও চোরাচালান হয়নি বলে জানাযায় বিজিবি।

বৃহস্পতিবার দুপুরে সাজেকে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মহিউদ্দিন ফারুকী সংবাদ সম্মেলন করে স্থানীয় গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় তিনি বলেন সমতলের চেয়ে দুর্গম পাহাড়ের আইনশৃঙ্খলা রক্ষা ও সীমান্ত নিরাপত্তার বিষয় জটিল তারপরও বিজিবি সদস্যদের নিরলস প্রচেষ্টা এবং দিবারাত্রি টহল জোরদার করার ফলে ২১৫ কিলোমিটার সীমান্ত এলাকায় অবৈধভাবে পুশইন ও চোরাচালান ঠেকাতে সক্ষম হয়েছে বিজিবি। সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকানোর পাশাপাশি জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা ও চিকিৎসা সেবায় ভুমিকা রাখছে বিজিবি।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: