মানিকছড়িতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

0
55

অংগ্য মারমা।।মানিকছড়ি।।

বিশ্ব পরিবেশ দিবসের  খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলা মানিকছড়ি গিরিমৈত্রী সরকারি ডিগ্রি কলেজ রোভার ও মং রাজবাড়ি মুক্ত রোভারের সহযোগিতায় এবং জুম রেভুল্যাশন যৌথ বৃক্ষ রোপন কর্মসূচী  আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ জুন) সকালের উপজেলা ঐতিহ্যবাহী রাণী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অর্ধশত ফলজ বৃক্ষের চারা রোপন অনুষ্ঠানে অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আফরোজ ভুঁইয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মং রাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান এবং মং রাজবাড়ি মুক্ত রোভার স্কাউট সভাপতি কুমার সুইচিংপ্রু সাইন, সাংবাদিক আবদুল মান্নান, আরএসএল থোয়াইঅংপ্রু মারমা, সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. নাইমুল হক ও আয়োজন প্রতিষ্ঠান জুম রেভুল্যাশনের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রকল্প সমন্বয়ক সুনন্দ দেওয়ানসহ রোভার স্কাউট গ্রুপের স্বেচ্ছাসেবী সদস্যরা।

এ সময় ইউএনও তাহমিনা আফরোজ ভুঁইয়া বলেন, পৃথিবীতে একজন মানুষ জন্মগ্রহণের পর থেকে প্রায় ১২ হাজার গাছের অক্সিজেন প্রয়োজন। সেই অনুযায়ী আমরা গাছ রোপণ করিনা, এবং বৃক্ষ নিধন করে ফেলি।  সুতরাং গাছে রোপণ এবং পরিচর্চায় রোভার স্কাউট সদস্যের পাশাপাশি সকলের এগিয়ে আসার পাশাপাশি  বৃক্ষের প্রতি আরোও  যত্নশীল হওয়া উচিত বলে ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here