বাঘাইছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন নাহিদুল

0
82

মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।

সম্প্রতি টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার মাদ্রাসা পাড়া, লাইল্যাঘোনা, বটতলী, মধ্যমপাড়া, মাষ্টারপাড়া, পুরাতন মারিশ্যা, পশ্চিম মুসলিম ব্লক সহ বেশ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, হঠাৎ করে পানি বৃদ্ধির ফলে এসব এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েন।

এমন সংকটময় মুহূর্তে মানবিক সহায়তা নিয়ে বন্যার্তদের পাশে দাড়িয়েছে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের কার্যনির্বাহী সদস্য ও আগামীর সম্ভাবনাময় যুব নেতা মোঃ নাহিদুল আলম ও তার টিম।

রবিবার দিনব্যাপী রাঙ্গামাটি জেলা বিএনপির নির্দেশে নাহিদুল ইসলামের সরাসরি তত্ত্বাবধানে গঠিত একটি ইমার্জেন্সি রেসপন্স টিম বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন এবং প্রায় ৭০টি পরিবারের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করে।

এবিষয়ে মোঃ নাহিদুল আলম বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করার একটি মহান সুযোগ। আমরা জেলা বিএনপির নির্দেশে ছাত্রদলের পক্ষ থেকে চেষ্টা করছি, যতটুকু সম্ভব ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে। ভবিষ্যতেও সহযোগিতা অব্যহত থাকবে।

এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। স্থানীয়রা জানান, দুর্যোগের মুহূর্তে এ ধরনের সহযোগিতা কিছুটা হলেও তাদের দুর্ভোগ লাঘবে সহায়ক হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here