রাজস্থলীতে ড্রাম ট্রাক দুর্ঘটনায় ৭ শ্রমিক আহত

0
56

উচ্চপ্রু মারমা।। রাজস্থলী।।

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় সীমান্ত সড়কের কাজ শেষ করে রাজস্থলী উপজেলায় ফেরার পথে ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় এতে দুর্ঘটনায় ৭ জন ড্রাম ট্রাকে থাকা শ্রমিক আহত হয়েছেন।

রবিবার (১ জুন ) দুপুর ১২ টায় রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার মিতিঙ্গাছড়ি পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানায়, সীমান্ত সড়কে কাজ শেষ করে একটি ড্রাম ট্রাক দুর্গম পাহাড়ি সড়ক অতিক্রম করে রাজস্থলীতে আসছিল । পথে মিতিঙ্গা ছড়ি পাহাড় এলাকায় পৌঁছালে হঠাৎ করে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্ডে যায়। গাড়ীতে থাকা সব শ্রমিক আহত হয়।আহতরা হলেন, বিপ্লবদাশ(৩৫) আতাউর রহমান (৫০) আরাফাত (২৪) বেলাল হোসেন (১৮) আরিফ (২৪) মোহাম্মদ বাবু(১৯) ইমরান (২৮) সকলে শ্রমিক ছিল।

স্থানীয়দের তথ্যমতে প্রাথমিকভাবে আহত শ্রমিকদের মধ্যে ৭ জন কে তাৎক্ষণিক উদ্ধার করে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here