প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যু বার্ষিকীতে ওমর ফারুক এর উদ্যোগে দোয়া মাহফিল

0
53

মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মোঃ ওমর ফারুক এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ মে) বাদ জুম্মা পশ্চিম মুসলিম ব্লক জামে মসজিদে উক্ত দোয়া মাহফিলের আয়োজন করে পৌর যুব দলের সদস্য সচিব ও উপজেলা বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক।

এসময় পৌর যুব দলের সদস্য সচিব মোঃ ওমর ফারুক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু কোন স্বাভাবিক মৃত্যু ছিল না। তার মৃত্যুর মধ্যে দিয়ে তারা বাংলাদেশের ই মৃত্যু চেয়েছিল। তার জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতার মুখ হয়তো দেখা হতো না আমাদের। তিনি খাল কেটেছেন, নদী প্রবাহের ব্যবস্থা করেছেন, কৃষির উন্নয়ন করেছেন যাতে স্বনির্ভরতা আসে। যারা জাতীয়তাবাদী আদর্শকে বিশ্বাস করেন, জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করেন তারা কখনোই দুর্নীতি করতে পারেন না, লুটপাট কর‍তে পারেন না।আমরা আজকের এই দিনে গভীর ভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করি।

এসময় পশ্চিম মুসলিম জামে মসজিদের খতিব মাওলানা কবির আহমেদ জিয়াউর রহমান এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং সকল কবর বাসীর জন্য দোয়া করেন।

এসময় বিএনপির উপজেলা, পৌর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here