
উপজেলা প্রতিনিধি।। রুমা।।
বান্দরবানের রুমা উপজেলায় বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ এর কমিটি গঠন সম্পন্ন হয়েছে। জানা যায় বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ এর কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে, তাই রুমা উপজেলার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজের ১৫ সদস্য বিশিষ্ট নিয়ে কমিটি গঠন করা হয়।
আজ বৃহস্পতিবার (২৯মে) সকালে রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে এ কমিটি গঠন করা হয়েছে।
ওই কমিটিতে উক্যসিং মারমাকে সভাপতি ও মো. সায়েদ উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন।
এ সময় নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন সহকারী শিক্ষক সমাজ এর কমিটি সকল শিক্ষকের প্রতিনিধিত্ব করবে। এ কমিটির মাধ্যমে অন্যন্য শিক্ষকদের সহযোগিতায় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ দিয়ে বলেন সব সময় তাদের দিকনিদের্শনা মোতাবেক শিক্ষক জন্য কাজ করবো।