রাজস্থলীতে নিখোঁজ রিপনকে ডংনালা রোড থেকে উদ্ধার 

0
86

উচ্চপ্রু মারমা।। রাজস্থলী।।

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারের বর্তমান মেম্বার শিমুল দাশের গৃহকর্মী মোঃরিপন(২৫) নিখোঁজ হওয়ার প্রায় ১৮ ঘন্টা পর পাওয়া যায় ডংনালা রোডে।

২৫ মে সকালে নিখোঁজের সাধারণ ডায়েরি করেন চন্দ্রঘোনা থানায় শিমুল দাশ। গতকাল বিকাল পাঁচটার পর রাইখালী-বাঙ্গালহালিয়া রোডের নোয়া পাড়া নামক জায়গা হতে নিখোঁজ হয় বলে শিমুল দাশ থানায় জিডিতে উল্লেখ করেন।

আজ রবিবার সকালে বাঙ্গালহালিয়া-ডংনালা যাওয়া জৈনিক সিএনজি চালক চন্দনকাটা পাহাড়ের মেইন রাস্তার উপর পরিত্যক্তবস্থায় রিপনকে দেখতে পেলে চালক বাঙ্গালহালিয়া সিএনজি স্টেশনে খবর দিলে তার ভাই সুমন সহ কয়েকজন গিয়ে হাত-পা বাধাবস্তায় তাকে উদ্ধার করেন এবং পরে আহতবস্থায় প্রাথমিক চিকিৎসার জন্য বাঙ্গালহালিয়ার আঃমোনাপ ডাক্তারের চেম্বারে চিকিৎসা দেওয়া হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর সহযোগিতায় খ্রিস্টান মিশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এবিষয়ে চন্দ্রঘোনা থানার ওসি শাহজাহান কামাল খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধার হওয়া রিপন চিকিৎসাদীন আছেন বলে তিনি নিশ্চিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here