বান্দরবানে সেনাবাহিনীর উদ্যেগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

0
53

বিশেষ প্রতিনিধি।।বান্দরবান।।

বান্দরবানের মেধাবী শিক্ষার্থীরদের মাঝে শিক্ষাসামগ্রী উপহার বিতরণ করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (২৩জানুয়ারি) সকালে সদর জোনের মাঠ প্রাঙ্গনে প্রধান অতিথি থেকে এসব শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করেন বান্দরবান সেনা রিজিয়নে কমান্ডার গোলাম মহিউদ্দিন আহমেদ,এসজিপি, এনডিসি, এএফডব্লিউ সি,পিএসসি পিএইচডি।

পার্বত্য চট্টগ্রামে প্রত্যন্ত এলাকায় শিক্ষা উপকরণসহ শিক্ষা বিস্তারে সবসময় স্থানীয় সকল জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনী ছিল। এখনো আছে এবং আগামীতেও থাকার আশ্বাস দেন বক্তারা।

অনুষ্ঠান শেষে সেনারিজিয়নের উদ্যেগে ১৮টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ২৫ জন করে ৫২০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়। পাশপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ২৭জন শিক্ষকদের মাঝে দেয়াল ঘড়ি ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে সেনারিজিয়নের জিএস ২ শায়েদ উদ জামান সঞ্চালনায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.আব্দুল মান্নান,রিজিয়ন জোনের ডি,কিউ মেজর রিয়াদ, জোন কমান্ডার মাহমুদুল্লাহ হাসান,শহর মডের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সোহেল আজিজসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here