
জেলা প্রতিনিধি।।বান্দরবান।।
উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে আজ।
শনিবার (১০ মে) সকাল ৯ টায় বান্দরবান সদরের ৭নং ওয়ার্ডের জেলা কাঠ ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এই ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় আর বিকেল ৪টায় শেষ হয় ভোট গ্রহণ কার্যক্রম।
এতে নির্বাচনে মোট ভোটার ছিল ১শত ৪১জন আর ভোট প্রদান করেছে ১ শত ২৬ জন, অন্যদিকে নির্বাচনে বিনাভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে চ হ্লা প্রু জিমি ও সহ-সভাপতি হয়েছেন জামাল উদ্দিন চৌধুরী।
ভোট কার্যক্রম শেষে সন্ধ্যা ৬টায় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সত্যজিৎ মজুমদার ভোট এর ফলাফল ঘোষনা করেন।

এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ২জন প্রার্থী অংশগ্রহণ করেন এতে আনারস প্রতীক নিয়ে ৮১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয় মো.জাহাঙ্গীর আলম চৌধুরী অন্যদিকে হরিণ প্রতীক নিয়ে ৪৪ ভোট পায় মো.শহীদুল হক।
