রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬
HomeUncategorizedরুমায় অগ্নিকান্ডে ১টি বসতঘর পুড়ে ছাই; ক্ষয়ক্ষতি পরিমান প্রায় ৬লাখ

রুমায় অগ্নিকান্ডে ১টি বসতঘর পুড়ে ছাই; ক্ষয়ক্ষতি পরিমান প্রায় ৬লাখ

স্টাফ রিপোর্টার।।রুমাবার্তা।।

বান্দরবানে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ৪নং ওয়ার্ডে নিয়াক্ষ্যং পাড়ায় অগ্নিকান্ডে ১টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, পাড়ারবাসী ও স্থানীয় প্রায় ২ঘন্টা কলসি ও মগ নিয়ে পানি মেরে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

পরে ফায়ার সার্ভিসে লিডার রূপন কান্তি সরকার এর নেতৃত্বে একটি টিম এসে আগুন নিভানো সহযোগিতা করে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে নিশ্চিত কিছু জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সোলার থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ভোক্তা ভোগী উক্যথোয়াই মারমা এর পরিবার জানান, আমরা ভোর ৫টা থেকে জুমে কাজ করতে গেছিলাম। ঘরে কেউ ছিল না। পরে অগ্নিকান্ডের খবর পেয়ে বাড়িতে এসে দেখে সবকিছু পুড়ে চাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬লাখের বেশি। আগুন ছড়িয়ে পড়ায় ঘরের জিনিসপত্র বের করতে পারেনি বাসিন্দারা।

পরে সেনাবাহিনীরাও আগুন নিভানোর জন্য মুননোয়াম ক্যাম্প থেকে একটি দল আসেন।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: