রঈস হত্যার বিচারের দাবিতে বাঘাইছড়িতে মানববন্ধন

0
92

মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।

মবভায়োলেন্সের মাধ্যমে গাজীপুরে ইমাম ও খতিব মাওলানা রঈস উদ্দিন হত্যার প্রতিবাদে চিহ্নিত খুনিদের বিচারের দাবিতে বাঘাইছড়িতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার ( ৭ মে) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মুখে আহলে সুন্নাত ওয়াল জামা’আত ও ইমাম-মুয়াজ্জিন সংহতি পরিষদের উদ্যােগে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাঘাইছড়ি উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর বারী এর সঞ্চালনায়, সভাপতিত্ব করেন কাচালং বাজার জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ কাউছার উদ্দিন নুরী,

এসময় বক্তব্য রাখেন, আহলে সুন্নত ওয়াল জামাআতের রাঙ্গামাটি জেলা শাখার সদস্য মাওলানা বশির উদ্দিন আনসারী, মধ্যমপাড়া জামে মসজিদের খতিব মাওলানা রবিউল ইসলাম, উগলছড়ি দক্ষিণপাড়া জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম, মাষ্টারপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আতাউর রহমান সহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগন।

মানববন্ধনে বক্তৃতারা বলেন, মানববন্ধনে বক্তারা বলেন,–এই নির্মম হত্যার সাথে ২টি পক্ষ সরাসরি জড়িত, স্থানীয় গ্রুপ যারা মব তৈরি করেছে এবং অকথ্য নির্যাতন চালিয়েছে,এবং পুলিশ ও কারা কর্তৃপক্ষ, যারা একজন নাগরিকের মৌলিক অধিকার চিকিৎসা থেকে তাঁকে সম্পূর্ণরূপে বঞ্চিত করেছে। যদি পুলিশ ও কারা কর্তৃপক্ষ থেকে যথাসময়ে চিকিৎসা নিশ্চিত করা হতো তাহলে হয়তো আজকে এমন নির্মম হত্যার মুখোমুখি হতে হতো না। আমরা এই হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

“মাওলানা রইস উদ্দীন” ছিলেন একজন সৎ, শান্তিপ্রিয় ও দ্বীনদার আলেম। তাঁর নির্মম হত্যাকাণ্ড গোটা জাতিকে স্তম্ভিত করেছে।” বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, “এই হত্যাকাণ্ড নিছক ব্যক্তিগত কোনো বিরোধ নয়; বরং এটি ধর্মীয় মূল্যবোধ ও আলেম সমাজের ওপর কাপুরুষোচিত হামলা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here