বাংলা নববর্ষ ১৪৩২কে বরণে রামগড় উপজেলা প্রশাসনের আনন্দ র‍্যালী

0
13

সাইফুল ইসলাম।।রামগড়।।

সারা দেশের ন্যায় খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়েও বাংলা নববর্ষ ১৪৩২ নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়েছে।

বর্ষবরণ উপলক্ষে রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ এপ্রিল সোমবার সকাল ৮টা দিকে সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে একটি আনন্দ র‍্যালী বের করা হয়। র‍্যালীটি পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থান ঘুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার মিসেস মমতা আফরিন এর সভাপতিত্বে উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক সেফায়েত মোর্শেদ ভূইয়া মিঠু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন রামগড় উপজেলা স্বাস্থ্য প.প.কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক, উপজেলা সমাজ সেবা অফিসার আজিজুর রহমান, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন, মৎস্য অফিসার মনোয়ার হোসেন, আইসিটি অফিসার রেহান উদ্দিন, রামগড় উপজেলা প্রেস ক্লাব সভাপতি নিজাম উদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন সহ রামগড় উপজেলার সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তি বর্গ, সুশীল ব্যাক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here