রুমায় পর্যটকবাহী জীব খাদে ;নিহত ২, আহত ১১

0
102

রুমা প্রতিনিধি।। বান্দরবান।।

বান্দরবানের রুমা উপজেলার বগালেক-কেওক্রাডং সড়কে দার্জিলিং পাড়ার সংলগ্নে একটি পর্যটকবাহী জীপ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে ঘটনারস্থলে দু’জন নিহত ও এগারো জন আহত হয়েছে। আজ শনিবার (২০,জানুয়ারী) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় গ্রামবাসীরা রুমা বার্তাকে জানান, জিপটি পর্যটনকেন্দ্র কেউক্রাডং পাহাড় চূড়া থেকে পর্যটকদের নিয়ে রুমার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে এটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ঘটনার পর কেউক্রাডং সেনা ক্যাম্পের সেনা সদস্য, দমকল বাহিনী ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযানে নামে। বর্তমানে হতাহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।পরে গুরুত্ব আহতদের সেনাবাহিনীর এম্বুলেন্সে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহতরা হলেন- ঢাকা থেকে ফিরোজা বেগম (৫৩) ও ঢাকা থেকে জয়নব খাতুন (২৪) নামে এক স্কুল ছাত্রী। আহত এগারো জনের পরিচয় জানা গেছে। আহতরা হলেন- ঢাকা থেকে সজীব এর ছেলে রাফান(১২), কুমিল্লা থেকে দিবাকর চন্দ্র নাগ এর স্ত্রী ডা.জবা রায়(৪৫), কুমিল্লা থেকে ডা. জবা রায় এর মেয়ে ঊষসী নাগ(১৫), কুষ্টিয়া থেকে মাহফুজা ইসলাম রূপা(৪৫), কুষ্টিয়া থেকে আমেনা বেগম(৬০), তাহমিনা তানজীম তালুকদার (১৯), তাননিম, ফিরোজা বেগম এর মেয়ে রিজভী (৩৪), আঞ্জুমান হক(৩৫), কুষ্টিয়া থেকে হাবিবুল ইসলাম এর মেয়ে ইতু(১৬) ও স্বর্ণা (২৩)।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহাবুবুল হক।

এ বিষয়ে রুমা থানা ওসি জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ তাদের পরিবারেব কাছে প্রেরণ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here