
সুজন কুমার তঞ্চঙ্গ্যা।।বিলাইছড়ি।।
পালবার লিং সেন্টার শিশু সদন, নব নির্মিত বুদ্ধমূর্তি এবং বাজার সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধবিহার পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন।
মঙ্গলবার (১১ মার্চ) বেলা ২টায় পরিদর্শন কালে পালবার লিংক সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং বাজার সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ দেবতিষ্য ভিক্ষুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রশাসক, বিহারে সংরক্ষিত থাকা তথাগত সম্যক সম্বুদ্ধ গৌতম বুদ্ধের পবিত্র দন্তধাতু দর্শন করেন। সেই সাথে প্রতিষ্ঠানের শ্রীবৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুজন বড়ুয়া, শিক্ষার্থী এবং কমিটিবৃন্দ।